গুসকরার কাছে চানক অঞ্চলের বারুইপাড়া- চাঁদপুকুর গ্রামে ছোট্ট ছোট্ট ছাত্র
ছাত্রীদের অঙ্কন শিক্ষার প্রশিক্ষণ শুরু হলো।

গত (১৮/০২/২০২৪) বেদান্ত এডুকেশন এন্ড ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় পূর্ব বর্দ্ধমানে গুসকরার কাছে চানক অঞ্চলের বারুইপাড়া- চাঁদপুকুর গ্রামে ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদের অঙ্কন শিক্ষার প্রশিক্ষণ শুরু হলো।

অঙ্কন শিক্ষক শ্রী কল্যান দত্তের আঁকার শিক্ষা বিষয়ে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কিছু উপদেশ প্রদান।

শিক্ষক ছাত্র ছাত্রীদের আঁকা প্রশিক্ষণ দিচ্ছেন।

ছাত্র ছাত্রীদের অঙ্কন বিষয়ে বিশেষ আগ্রহ ও মনোযোগ।

অঙ্কন শিক্ষার ক্লাসের পর্যবেক্ষন ও পরামর্শ প্রদান

শিক্ষকের কাছে আঁকার বিভিন্ন পদ্ধতি জানার আগ্রহ।

প্রথম ক্লাসের শিক্ষকের নির্দেশে নিজের আঁকা।

নিজের আঁকা নিজের ভাবনাতে,‌ শিক্ষকের নির্দেশে।

শিশুদের স্কুলব্যাগ ও পড়ালেখার সরঞ্জাম বিতরণ।

পূর্ব বর্দ্ধমানের গুসকরার কাছে চানক গ্রামের আসেপাশে পিছিয়ে পড়া মানুষের বাড়িতে শিশুদের পড়ালেখার জন্য বেদান্ত এডুকেশন এন্ড ওয়েল ফেয়ার সোসাইটির পক্ষ থেকে ঐ অঞ্চলের শিশুদের স্কুলব্যাগ ও পড়ালেখার সরঞ্জাম বিতরণ।

গুসকরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ কালচারাল সেন্টার এর যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ও ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটেড এন্ড এ্যাডভান্স স্টাডিজ এর সহযোগিতায় গ্রামীণ যুবদের কম্পিউটার শেখানোর জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের শুভ সূচনা।

ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটেড এন্ড এ্যাডভান্স স্টাডিজ এর কর্নধার মাননীয়া মহুয়া দাস মহাশয়ার সংক্ষিপ্ত বক্তব্য।

বেদান্ত এডুকেশন এন্ড ওয়েল ফেয়ার সোসাইটির ফ্রি তে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পরা ছাত্র ছাত্রী দের কম্পিউটার শিক্ষার ব্যাবস্থা।